বিকেল ৫টার আলটিমেটাম: স্থায়ীকরণ না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের আন্দোলন

দৈনিক মজুরিভিত্তিক কেন্দ্রীয় কমিটির মহাসমাবেশ
দেশে এখন
1

সরকারকে বিকেল ৫টার ডেডলাইন দিয়ে ‘২০২৫-এর কালো আইন’ বাতিল এবং বয়স শিথিল রেখে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কেন্দ্রীয় কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এক দফা দাবি আদায়ে মহাসমাবেশের আয়োজন করে তারা। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় সচিবালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।

আরও পড়ুন:

মহাসমাবেশে অংশগ্রহণকারীরা জানান, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, ঝুঁকি ভাতা, অধিকাল ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও শিক্ষা ভাতা চালু করতে হবে। একইসঙ্গে নারী সহকর্মীর জন্য মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি ও সাপ্তাহিক ছুটি এবং বাৎসরিক ২০ দিন নৈমিত্তিক ছুটি প্রদান করতে হবে।

মাসিক বেতন প্রদান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যূনতম বেতন ৩০ হাজার নির্ধারণ এবং বাৎসরিক ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি করার আহ্বান জানান দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। দৈনিক ভিত্তিক কর্মচারীদের ট্রেড ইউনিয়নসহ আইনি সুরক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

এসএস