লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
দেশে এখন
1

৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন ‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই। অস্ত্র উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বেশির ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভারী কোনো অস্ত্র বাইরে নেই।’

এছাড়া আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত ২২ জনকে সেরা ভলান্টিয়ারের পদক দেয়া হয়। দেখানো হয় ভূমিকম্পে ভবন ধস কিংবা আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম। প্রদর্শন করা হয় উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জাম। পরে সেসব পরিদর্শন করেন তিনি।

ইএ