ড. দেবপ্রিয় বলেন, ‘দেশের নাগরিকরা এখন অনেক বেশি সচেতন। ভোট পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যদি ভোটারদের কথা না রাখে, তবে তাদের দেশে থাকা মুশকিল হবে।’ থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা না গেলে, এটা নির্বাচনের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান এবং সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটারদেরও সচেতনতা সচেতন হতে হবে।





