গুলিস্তানে খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন
দেশে এখন
0

রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহত নেই বলে জানা গেছে।

বিকেল সাড়ে ৫টার দিকে লাগা এ আগুনের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের কালো ধোঁয়ায় জিরো পয়েন্ট ও আশপাশের এলাকা ঢেকে যায়, এতে নিচতলার মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন ছেড়ে বেরিয়ে আসেন।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স উপ-পরিচালক মো. মামুনুর রশীদ জানান, ভবনটি মূলত ৭ তলা হলেও পরে ১০ তলা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ৮, ৯ ও ১০ তলায় টিনের বেড়া দিয়ে গোডাউন তৈরি করা ছিল।

৮ তলার ওই গোডাউনে মেসওয়াক, টুপি, জায়নামাজ, আতর ও তসবিহসহ বিভিন্ন পণ্য সংরক্ষণ করা ছিল। আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে এবং সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, মার্কেটটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এর আগেও গত ১২ নভেম্বর মধ্যরাতে একই মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে, যা তখন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ন্ত্রণে এনেছিল।

এফএস