তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে  চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
দেশে এখন
1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ‍নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (বুধবার, ৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আগামী দিনে একসঙ্গে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

আরও পড়ুন:

তারেক রহমানের সঙ্গে ইয়াও ওয়েনের বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছেন তিনি। সাক্ষাৎকালে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তারেক রহমানকে সমবেদনা জানান তিনি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচনে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা করেন ইয়াও ওয়েন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় বা নির্বাচন নিয়ে চীনের কোনো ধরনের উদ্বেগ নেই।’

ইএ