বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তুত— এমনটাই জানিয়েছেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদলের প্রধান ইভার্স ইজাবস। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) বিকেল ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) ইইউয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ইইউয়ে প্রধান পর্যবেক্ষক জানান, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম অংশীদার বাংলাদেশ। ফলে এ দেশের কল্যাণ সহযোগিতা করতে সংস্থাটি সব সময় প্রস্তুত।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পর্যায়ক্রমে ইউরোপীয় ইউনিয়নের ২০০ সদস্য আসবে বলেও জানান তিনি।
এদিন নির্বাচনের চালেঞ্জ নিয়ে সিইসির সঙ্গে কথা হয় বলে জানান ইভার্স।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ডেপুটি চিফ অবজারভার ইন্টা লাসে, লিগ্যাল এনালিস্ট ইরিনি-মারিয়া গুনারি এবং নির্বাচন বিশ্লেষক ভ্যাসিল ভাশচানকা।