স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা, শ্যুটার জিনাতসহ গ্রেপ্তার ৪

ছবিতে গ্রেপ্তাররা
দেশে এখন
0

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে প্রথম শ্যুটার জিনাতসহ ৪ জনকে আটকের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে দ্বিতীয় শ্যুটার রহিম এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে।

আজ (রোববার, ১১ জানুয়ারি) বিকেলে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো.শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল ও ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।’

গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানান ডিএমপি কমিশনার। তবে গ্রেপ্তারকৃতদের সঙ্গে এখনো কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। হত্যার উদ্দেশ্য ব্যবসায়িক কোন্দল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানান ডিবি প্রধান।

আরও পড়ুন:

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় মামলা করা হয়। নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে এই মামলা করেন।

এএইচ