প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির ৪র্থ দিন: মঞ্জুর ২৬ নামঞ্জুর ১২

জাতীয় নির্বাচন কমিশন
দেশে এখন
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিনে সবশেষ ৩৯টি আপিলের শুনানি হয়েছে। যেখানে ২৬টি আপিল মঞ্জুর করা হয়। ১২টি আপিল নামঞ্জুর এবং ১জন অনুপস্থিত।

আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়। এদিন দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটার তালিকার সত্যতা নিশ্চিত না করার মতো কারণ দেখিয়ে আপিল নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন।

এর আগে, প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করে ইসি। আরও ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। অপেক্ষমাণ রাখা হয় চারটি।

এদিন ঢাকা-২ আসনের জামায়াত প্রার্থী আব্দুল হক প্রার্থিতা ফিরে পান। প্রার্থিতা ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এর আগে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি।

এএইচ