নির্বাচনে আইনশৃঙ্খলায় প্রায় ৯ লাখ সদস্য, মোতায়েন ৩৭ হাজার বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
দেশে এখন
0

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে দূর থেকে যারা বক্তব্য দিচ্ছে তারা দেশে আসুক। তাদের বক্তব্যে কেউ শঙ্কিত হবে না। দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না।’

এছাড়াও সম্প্রতি মিয়ানমার থেকে আসা গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং এলাকার নয় বছর বছরের হুজাইফা আফনান প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আরকান আর্মির কারণে সমস্যা হচ্ছে সীমান্তে। তবে সীমান্তে বাড়ানো হয়েছে তৎপরতা।

আরাকান আর্মিকে এখনো বাংলাদেশ বৈধতা দেয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে দেশটির বৈধ সরকারের কাছে।

এদিকে প্রথমবার রেকর্ড সংখ্যক প্রায় ৩ হাজার ২৩ জন বিজিবি নবীন সৈনিক সীমান্ত রক্ষায় নিয়োগ পেয়েছে। এসময়ে জীবন দিয়ে হলেও দেশের সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবীন সৈনিকদেরকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এএম