শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
দেশে এখন
0

সাদা পাথরের মতো শব্দদূষণ রোধেও সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেই সঙ্গে আগামী প্রজন্মকে বধির হওয়া থেকে বাঁচানোর তাগিদও দেন তিনি।

আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে ‘হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা’র উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

এসময় পার্শ্ববর্তী দেশ কাঠমুন্ডুর উদাহরণ দিয়ে নিজের দেশটাকেও শব্দদূষণমুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি এখন থেকে শব্দদূষণের জন্য ট্রাফিক পুলিশও মামলা করতে পারবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এরই মধ্যে গত দেড় মাসে শব্দদূষণ আইনে ৯ হাজার ৮০টি মামলা রেকর্ড করেছে ডিএমপি।’

অন্যদিকে সরকারি বাজেট যথাযথভাবে পরিচালনা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ড্রাইভারদের ট্রেনিং দেয়ার জন্য বিআরটিএকে বাজেট দেয়া হয়েছে।’

পরে মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার ঘুরে পরিবেশ অধিদপ্তরের শেষ হয় এ মোটরশোভা। এসময় শোভাযাত্রায় অংশ নেয়া সব পরিবহন হর্ন বাজানো থেকে বিরত থাকে।

এফএস