আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থ আত্মসাতের অভিযোগে নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি।
একইভাবে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘন করে নিজস্ব আয়ের প্রায় সাড়ে তিন শ কোটি টাকা শান্ত মারিয়াম ফাউন্ডেশনে হস্তান্তর ও প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ১০২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে তারা।
একইভাবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ডজনখানিক ভিসির বিরুদ্ধে নিয়োগে জালিয়াতিসহ নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। মহাপরিচালক জানালেন, অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তারা।
এদিন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরার বিরুদ্ধে ২৭৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন অভিযোগে মামলা করেছে দুদক।
আর ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অভিযোগ মামলা হয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।