‘সাভারের চামড়া নগরীর অনিয়মে দুদক কাজ করছে’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
অর্থনীতি , শিল্প-কারখানা
দেশে এখন
0

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর সিইটিপির সক্ষমতা ও নির্মাণ অনিয়মের সঙ্গে বিগত সময়ে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা শুরু হয়েছে। এ বিষয়ে তদন্তে দুদক কাজ করছে। আজ (সোমবার, ৯ জুন) দুপুরে সাভারের ঝাউচর বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে শিল্প উপদেষ্টা এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, ‘চামড়া শিল্প সংরক্ষণের যা করা সম্ভব, তাই করা হবে। শিল্পের সক্ষমতা বাড়তে চামড়া যেন নষ্ট না হয় সেজন্যই রপ্তানির প্রশ্ন আসছে এবং চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এ বছর কিছু স্থানে চামড়ায় লবণ লাগাতে দেরি হওয়ায় কিছু চামড়া নষ্ট হয়েছে। বাকিগুলো সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে।’

এসময় অন্যান্যদের মধ্য বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, বিভিন্ন কারখানার শিল্প মালিক ও সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার উপস্থিত ছিলেন।

সেজু