‘সমাজে বেড়ে চলা সকল অপরাধের দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি
0

পরবর্তী সরকারের সময়ে ধর্ষণের মতো ঘটনা বাড়ার কারণ প্রশাসনের দুর্বলতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সমাজে বেড়ে চলা সকল অপরাধের দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।’

আজ (সোমবার, ১০ মার্চ) দেশব্যাপী বেড়ে চলা ধর্ষণের প্রতিবাদে নয়া পল্টনে মহিলা দলের র‍্যালি পূর্ববর্তী সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অভিযোগ করে বলেন, ‘বিএনপি অন্তর্বর্তী সরকারকে কিছু বললে তারা ব্যক্তিগতভাবে নেয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতিশোধ নেয়।’

এসময় মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি জানান।

সেজু