আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মানিকগঞ্জের ‘হেলিকপ্টার’ তৈরি করা জুলহাসকে হেলিকপ্টারের দ্বিতীয় দফার সংস্কার কাজের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জুলহাস মোল্লার তৈরি করা ‘হেলিকপ্টার’-এ নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
তিনি বলেন, ‘সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে বিএনপি তাদের পাশে দাঁড়াবে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়েও সম্প্রতি জুলহাস মোল্লা ‘আলট্রা লাইট-আরসি’ মডেলের একটি বিমান তৈরি করে দেশ -বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এ কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’