ইবতেদায়ি জাতীয়করণসহ আলিয়া মাদ্রাসা সংস্কারে শিবিরের ১১ দাবি

রাজনীতি
0

ছয় মাসের মধ্যে দেশের সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা সংস্কারে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

আজ (২৭ এপ্রিল, রোববার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে এক মানববন্ধনে ১১ দফা তুলে ধরে সংগঠনটি।

এ সময় বক্তারা বলেন, প্রত্যেক বিভাগীয় শহরে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একইসাথে সব মাদ্রাসায় সাইন্সল্যাবসহ উন্নতমানের লাইব্রেরি চালু করতে হবে।

শিবির নেতারা বলেন, বিগত সরকারের আমলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এমনকি, মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হলেও বহুবার দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সেরা হয়েছেন। ফলে এসব শিক্ষার্থীরা মানসম্মত সুযোগ পেলে দেশকে এগিয়ে নিতে পারবে বলেও মন্তব্য করেন তারা।

এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান মানববন্ধনে অংশ নেয়া শিবির নেতারা।

এনএইচ