মানবিক করিডোরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিৎ ছিল: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশে এখন
রাজনীতি
0

রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সকল রাজনৈতিক দলের সাথে বসা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ (সোমবার, ২৮ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আর যুদ্ধ দেখতে চাইনা।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তাই দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তা স্বার্থে সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত।

আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে পরিণত করেছিল মন্তব্য করে মির্জা ফখরুল সব প্রতিহিংসা বাদ দিয়ে সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহবানও জানান।

এএইচ