আমরা নারী সংস্কার কমিটিই বাতিল চাই: জামায়াত আমির

রাজনীতি
0

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নারী সংস্কার কমিটিই বাতিল চাই। আজ (শনিবার, ৩ মে) সকালে ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নারী সংস্কার কমিশনের সুপারিশে আমরা বিস্মিত। এগুলোতে আমাদের সমর্থন নেই। আমরা নারী সংস্কার কমিটিই বাতিল চাই।’

জামায়াত আমির বলেন, ‘দেশে অস্থিরতা বিরাজ করলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি আরো বলেন, ‘১৫ বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, অন্যায় করেছে। আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং এই দাবি আমরা করতেই থাকবো।’

জামায়াত আমির বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন চাই। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী সহযোগিতা করছে। এ নির্বাচনকে অর্থবহ করার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না।’

এএইচ