সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের পক্ষে। তবে সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আজ (রোববার, ৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।’

আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘নির্দিষ্ট গণমাধ্যমের উপর কেন সামাজিক ক্ষোভ সেটার বিশ্লেষণ করতে হবে। আমরা গণমাধ্যম বন্ধের পক্ষে নই।’

এসময় মিডিয়ার ভেতরের ফ্যাসিজম দূর করে গণমাধ্যমকে আরো পেশাদার হওয়ার আহ্বান জানান বক্তারা।

এসএইচ