আজ (শনিবার, ১০ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। এ যেন অদ্ভুত এক অন্তর্বর্তী সরকার। দেশে একটা দায়িত্বশীল সরকার প্রয়োজন। যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।'
আরো পড়ুন:
রিজভী বলেন, 'আজ জিনিসপত্রের দাম বাড়ছে, জনগণ কারও কাছে বলতে পারছেন না। কারণ দেশে জনগণের সরকার নেই। জবাবদিহির প্রসঙ্গ আসলেই বলা হচ্ছে সংস্কার।'
অন্যদিকে পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদের অন্তর্বর্তী সরকার পুনর্বাসন করছেন কিনা, জনমনে এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এসময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ নামকরণের দাবি জানানো হয়।