তথ্য উপদেষ্টার পদত্যাগ দাবি বাংলাদেশ পলিটিকাল থিংকারসের

বাংলাদেশ পলিটিকাল থিংকারসের মানববন্ধন
রাজনীতি
0

শপথ লঙ্ঘনের অভিযোগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশ পলিটিকাল থিংকারস নামে পেশাজীবী সংগঠন। আজ (মঙ্গলবার, ১৩ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।

এসময় তারা অভিযোগ তুলেন, তথ্য উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট করে জাতিগত বিভেদ তৈরি করছে। বলেন, মাহফুজ আলম গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশের নাগরিকদের মারার হুমকির অভিযোগও করেন বক্তারা।

দাবি জানানো, জাতির কাছে ক্ষমা চেয়ে মাহফুজ আলমের পদত্যাগ করা উচিত। মানববন্ধনে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে তথ্য উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করেন তারা। এসময় উপদেষ্টাকে অবৈধ উপদেষ্টা ঘোষণা করে বাংলাদেশ পলিটিকাল থিংকারস।

এএইচ