দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আশা ছিল তা হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ (বিকেলে, ২৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমন-পীড়ন বন্ধসহ সাত দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, 'বিদ্যুৎ বিভাগ ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের সবচেয়ে বড় জায়গা।'
এসময় অবিলম্বে এই খাতের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আহ্বান জানান, অবিলম্বে একটি কমিটি করে এই বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের দাবি বিবেচনা করার।