‘জামায়াত কোনো অবস্থাতেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে নয়’

মৌলভীবাজার
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
এখন জনপদে
রাজনীতি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো অবস্থাতেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে নয় বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার দক্ষিণা দাওয়া কমিউনিটি সেন্টারে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি।

এসময় জামায়াতের এই সর্বোচ্চ নেতা বলেন, ‘রমজানের আগে বা পরে অবশ্যই নির্বাচন দিতে হবে।’

এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতিবাচক বলেও জানান তিনি। এ ছাড়া, মানবিক করিডরের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘দেশে নির্বাচিত সরকার আসলে আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা ছাড়াও দিনব্যাপী দলীয় নানা কর্মসূচিতে অংশ নেবেন জামায়াতের আমির।

সেজু