এদিন সন্ধ্যায় রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বাস ভবনে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ বিবৃতি দিয়েছেন মো. মুজিবুল হক চুন্নু।
বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘জিএম কাদেরের বাসভবনে কাপুরুষোচিত এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘জিএম কাদের ও জাতীয় পার্টির ওপর প্রতিটি হামলার জবাব এদেশের জনগণ দেবে। আজ যারা এ দেশে মব সংস্কৃতির আগুন জ্বালিয়েছে, এ আগুনে পুরে একদিন তারাই ধ্বংস হবে।’
মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘জিএম কাদেরের ওপর হামলা হচ্ছে স্বচ্ছ রাজনৈতিক ধারার ওপর সুস্পষ্ট আঘাত। হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা না নিলে, জনগণের আদালতে এ সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’