ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে বিক্ষোভ, স্থবির নাগরিক সেবা

নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সমর্থকরা
রাজনীতি
0

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে ফের বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা। আজ (মঙ্গলবার, ৩ জুন) সকাল থেকেই নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। চলমান বিক্ষোভের কারণে গত ২০ দিন ধরে ডিএসসিসির সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।

বিক্ষোভকারীরা দাবি করেন, আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে নগরবাসীর সেবা করার সুযোগ করে দিতে হবে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার পদত্যাগও দাবি করেন তারা।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে গত ১ জুন। এই পরিস্থিতিতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান তার সমর্থকরা।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এনএইচ