বিক্ষোভকারীরা দাবি করেন, আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে নগরবাসীর সেবা করার সুযোগ করে দিতে হবে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার পদত্যাগও দাবি করেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে গত ১ জুন। এই পরিস্থিতিতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান তার সমর্থকরা।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।