আজ (বুধবার, ৪ জুন) আন্দোলনকারীরা না থাকলেও নগর ভবনের প্রধান ফটকে ঝুলছে তালা। কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, প্রায় সব প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এতে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা নাগরিকরা। ঈদের আগে কাজ সম্পন্ন করতে না পারায় দীর্ঘসূত্রিতায় পড়ছেন বলে জানান তারা। তবে এদিন কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি হিসেবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের যন্ত্রপাতি ও নির্দেশনা দেয়া হয় নগর ভবন থেকে।