ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলি, একদিন পর ছাত্রদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ
বহিষ্কারাদেশ ও  ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু
এখন জনপদে
রাজনীতি
1

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলির ঘটনার একদিন পর ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বহিষ্কারাদেশ দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

আজ (বুধবার, ১১ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ (বুধবার) এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

একইসাথে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জাহিদুল ইসলাম বাবুর বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার অনুরোধ জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রুপগঞ্জে ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ওইদিন রাতেই মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এএইচ