প্রায় ১৪ বছর পর নির্বাচনী এলাকার মানুষের সামনে দেয়া বক্তব্যে জামায়াতের সিনিয়র এই নেতা দাবি করেন, যেসব অপরাধে সাজা দেয়া হয়েছে, সেসব অপরাধের সঙ্গে জড়িত নন তিনি।
এসময় জুলাই আন্দোলনে তরুণদের অবদানের প্রশংসা করে আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিও উঠে আসে এটিএম আজহারের বক্তব্যে।
বক্তব্যে সমসাময়িক রাজনীতি, আওয়ামী লীগের শাসনামলে হওয়া অনিয়ম ও ভারতীয় আধিপত্যবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগের অহংকার চুরমার হয়েছে। যাদের সুতো আধিপত্য শক্তির হাতে বন্দি, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।’
তাই আগামী নির্বাচনে জনগণের প্রতি ভোট বিপ্লব ঘটানোর আহ্বান জানান জামায়াতের অন্যতম এ শীর্ষ নেতা।
উল্লেখ্য, দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন থেকে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াত।