৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিএনপির জনসভা

ফরিদপুরে বিএনপির জনসভা
এখন জনপদে
রাজনীতি
0

বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফরিদপুরের সদরপুরে বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১২ জুন) বিকেলে উপজেলার চরমানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মহিলা দলের সহ সভাপতি ইয়াসমিন আরা হক।

এসময় শাহজাদা মিয়া বলেন, বিএনপি কখনো জনগণের মতামতের বাইরে থাকেনা। এজন্যই বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের মাধ্যমেই আমরা শহীদদের স্বপ্ন পূরণে কাজ করে যাবো।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জিয়া শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা।

ইএ