‘লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছে প্রধান উপদেষ্টা’, জামায়াতের এমন মন্তব্যের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া উচিৎ ছিল না। এই বৈঠক নিয়ে কেউ দ্বিমত পোষণ করবে, সেটি গণতন্ত্রের জন্য ভালো নয়।’
আজ (রোববার, ১৫ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে ওলামা দল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, ‘জাতীয় স্বার্থে সব দলের ঐক্যের ভিত্তিতে চলা উচিৎ, যাতে পরবর্তীতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করা যায়।’
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ওলামা দলের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।