ইশরাক হোসেন বলেন, ‘আন্দোলনের এতদিন গড়ালেও সরকারের তরফ থেকে কোনো ভ্রূক্ষেপ নেয়া হয়নি, এটা অত্যন্ত দুঃখজনক।’
এসময় তিনি আন্দোলন ঠিক রেখে নাগরিক দুর্ভোগ কমাতে জরুরি সেবা চলমান থাকা পুনর্ব্যক্ত করেন।
সভায় তিনি কর্মকর্তাদের মশক নিধনে কাজ করার ব্যাপারে দিক-নির্দেশনা দিয়েছেন বলে জানান।
শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রশাসক নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টির চেষ্টা হয়েছে।’
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে গত ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করেন তার সমর্থকেরা। ঈদের আগে বিরতি দিয়ে ১৮ দিন কর্মসূচি পালন করেন তারা। ঈদের পর আবার শুরু হয়েছে আন্দোলন।