‘ঘোষিত সময়সীমার মধ্যে ঘোষণাপত্র দিতে না পারা সরকারের ব্যর্থতা’

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ
রাজনীতি
0

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই ঘোষণাপত্র দেয়ার জন্য সরকারের বেধে দেয়া সময় পার হয়ে গেছে। ঘোষিত সময়সীমার মধ্যে ঘোষণাপত্র দিতে না পারা সরকারের ব্যর্থতা। আজ (সোমবার, ৩০ জুন) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে না পারার কারণ, জাতির সামনে ব্যাখ্যা না করায় সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, ‘সরকারের এমন আচরণ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অমর্যাদাকর।’

জোনায়েদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ নয়। ঘোষণাপত্র অবশ্যই সরকারকেই দিতে হবে।’

এসময় গণঅভ্যুত্থানে পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়ন, ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে রায়েরবাজারে কবরস্থ সকল অশনাক্তকৃত শহীদের লাশ শনাক্ত করে শহীদ পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং আহত ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে, ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে আপ বাংলাদেশ।

এএইচ