নুর বলেন, ‘সরকারে বসে মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করছে আন্দোলনে নেতৃত্ব দেয়া অনেকেই।’ অনেকেই রাজনৈতিক স্বার্থে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করছে বলেও দাবি করেন তিনি।
এসময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থান দিবসকে সামনে রেখে ৩৬ জুলাই উপলক্ষে আগামী ১ জুলাই ঐক্য ও সংহতি সমাবেশের ঘোষণা দেন নুর।
এদিকে তৃণমূল পর্যায়ে মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে জুলাই সনদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপের দাবি জানান তিনি। একই সাথে দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস রুখতে জাতীয় ঐক্যের মাধ্যমে গণঅধিকার পরিষদও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চায় বলেও জানান তিনি।