‘নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ বা রাষ্ট্রের উন্নতি সম্ভব না’

কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম
এখন জনপদে
রাজনীতি
1

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ বা রাষ্ট্রের উন্নতি সম্ভব না। তাই অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠীকে শিক্ষিত করার পাশাপাশি রাজনীতির মূলধারার সম্পৃক্ত করতে হবে। আজ (সোমবার, ৩০ জুন) যশোর নগর মহিলা দল আয়োজিত নারী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা পেলে নারীশক্তির উন্নয়ন অগ্রাধিকার পাবে।’

নারী নেত্রী নুরুন নাহারের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনুসহ নগর মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সেজু