আজ (রোববার, ৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ আহ্বান জানান।
তিনি বলেন, 'বাংলাদেশের জন্ম হয়েছিল ভোট ও অধিকার প্রতিষ্ঠার লক্ষে। কিন্তু সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি, যার প্রতিবিম্বই জুলাই গণঅভ্যুত্থান।'
নায়েবে আমির বলেন, 'গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।' দোষীদের বিচার ছাড়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, 'সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সংবিধান ও আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোতে ব্যাপক সংস্কার জরুরি।'
তিনি বলেন, 'সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে 'জুলাই সনদ' প্রকাশ করতে হবে। যদি কোনো দল সংস্কারে রাজি না হয়, তাহলে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিতে হবে।'