আজ (সোমবার, ৭ জুলাই) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আসন্ন ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো যথেষ্ট সংশয় রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। আমরা চাই, জুলাই মাসের মধ্যেই প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার বাস্তবায়িত হোক, যাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়।’
তিনি জানান, জাতীয় সমাবেশ থেকেই দলীয় নেতারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি ও জামায়াতে ইসলামীর ঘোষিত ৭ দফা দাবি নিয়ে বক্তব্য রাখবেন।
সমাবেশস্থলের প্রস্তুতি সম্পর্কে জামায়াতের এই নেতা বলেন, ‘মূল মঞ্চ, ওজু ও টয়লেটের স্থান, মেডিকেল ক্যাম্পসহ প্রাথমিক পর্যায়ের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আরও কয়েকবার মাঠ পরিদর্শন করা হবে।’
তিনি আশা প্রকাশ করেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এই সমাবেশ সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।