সংস্কার ও বিচারের নামে নির্বাচন কী করে পেছানো যায় সেই চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ (শুক্রবার, ১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০১১ তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর হামলার প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, মানুষের অধিকার ফিরিয়ে দেয়া যাবে না। এ বিষয়টি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে।
দেশের অস্থিরতা কাটাতে যতদ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসের প্রথমে বা মাঝামাঝি নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকার কে অনুরোধ করেন তিনি।