জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছেন জামায়াতের ২০ হাজারের মতো স্বেচ্ছাসেবক। সমাবেশের আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব বুঝে নিয়েছেন।
মূল সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
মঞ্চের সামনে ৬০০ এর বেশি আসন রাখা হয়েছে পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা রেখেছে দলটি।
জাতীয় সমাবেশের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।
এছাড়া জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।