আজ (সোমবার, ২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সভায় তিনি এসব কথা বলেন। তাহের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। কে সরকারে যাবে আর কে যাবে বিরোধী দলে; তা নির্ধারণ করবে জনগণ। এই নির্বাচনে জনগণের জয় হবে, আমরা আশাবাদী।’
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদক, পিএসসিসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কোনো হস্তক্ষেপ চায় না জামায়াত।’ তার ভাষায়, ‘যারা নিয়ন্ত্রণ চায়, তারা ক্ষমতায় গিয়ে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করতে চায়। আমরা চাই সাংবিধানিকভাবে নিরপেক্ষ নিয়োগ কমিটি গঠন হোক, যাতে নির্বাহী বিভাগের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা না হলেও স্বচ্ছতা বজায় থাকে।’
তিনি আরও বলেন, ‘আইনের ফাঁকফোকর রেখে দেশকে আজীবন প্রেতাত্মার আওতায় রাখা যাবে না। জামায়াত চায় প্রেতাত্মামুক্ত সচিবালয়। একটি দল মনে করে ক্ষমতায় গেলে অবৈধ সুবিধা নেবে। বিএনপিকে সাধুবাদ জানাই, তারা ওয়াকআউট করলেও পুরো বৈঠক বয়কট করেনি।’