অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া আর কোনো উপদেষ্টাকে জনগণ বাংলাদেশের মনে করে না মন্তব্য করে ওসমান হাদী বলেন, ‘প্রধান উপদেষ্টাকে সেনা অভ্যুত্থানের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখছেন উপদেষ্টারা। অথচ এ উপদেষ্টাদের জনগণ বিশ্বাস করে না। অনেক উপদেষ্টাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করে বসে আছেন নিজ নিজ স্বার্থে।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে হাদী বলেন, ‘আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম ১০০ রিকশাওয়ালার সঙ্গে কথা বলেছি গতকাল পর্যন্ত। প্রত্যেকে বলে, এ উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ড. ইউনূস লোক ভালো। এর মানে, সারা বাংলাদেশের জুলাইযোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেইখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধইরা রাখছে।’
আর্মি ক্যু করার চেষ্টা করলে জনগণ তার কঠিন জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন:
পাশাপাশি, প্রধান উপদেষ্টাকে জুলাই ঘোষনাপত্রে ১৯৪৭ এর স্বীকৃতি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড এবং নিরাপদ সড়কের আন্দোলনের কথা উল্লেখ করার আহ্বান জানান তিনি।
’৭২ এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নেরও দাবি করেন তিনি।