আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) বিকেলে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে একথা বলেন তিনি।
রেজাউল করিম বলেন, ‘যাদের আন্দোলনে তোমরা মুক্তভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছো, আজ তাদের বিরুদ্ধেই মামলা দিয়েছো। তারা জীবনবাজি রেখে আন্দোলন করেছে, আর আজ সত্য কথা বলার জন্য তাদেরই বিরুদ্ধে কেস দিয়েছো।’
তিনি আরও অভিযোগ করেন, দেশের খনিজ সম্পদ লুটপাটের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি ভারত থেকে পচা পাথর আমদানির বিরুদ্ধে এবং দেশের পাথর উত্তোলনের পক্ষে আন্দোলন করেছি। অথচ অভিযোগ আনা হচ্ছে, আমার বক্তব্যের কারণেই নাকি পাথর চুরি হয়েছে। এটি বেয়াকুবির চরম উদাহরণ।
পরিবেশ উপদেষ্টার ব্যর্থতার প্রসঙ্গ টেনে রেজাউল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও পাথর লুট চললেও ব্যবস্থা নেওয়া হয়নি। ধরা পড়লেই বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেপ্তার—এটাই বিএনপির নীতি। এতদিন চাঁদাবাজি করেও কেউ বহিষ্কৃত হয়নি কিন্তু ধরা পড়লেই নাটকীয়ভাবে বহিষ্কার করা হয়। এগুলো আসলে ‘আই ওয়াশ’ ছাড়া কিছু নয়।’
জুলাই বিপ্লবের প্রসঙ্গেও তিনি বিএনপিকে সমালোচনা করেন। তার দাবি, এ আন্দোলন শুধু নির্বাচন নয় বরং বৃহত্তর পরিবর্তনের জন্য হয়েছিল।
তিনি বলেন, ‘দেশের কোথাও লেখা ছিল না নির্বাচন চাই। আমার মনে হয়, আন্দোলনের সময় মানুষের দেয়ালে দেয়ালে লেখা ছিল পরিবর্তনের বার্তা, শুধু ভোটের দাবি নয়।’
গণসমাবেশে জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) জি.এম. রুহুল আমীন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রফেসর আজিজুর রহমান (জার্মানি) এবং জেলা সদর দ্বিনি সংগঠনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ফারুকী প্রমুখ।