লেজুড়বৃত্তিক রাজনীতি প্রমোট করতেই ছাত্রসংসদ নির্বাচন এতদিন বন্ধ ছিল: শিবির সভাপতি

কথা বলছেন জাহিদুল ইসলাম
দেশে এখন
রাজনীতি
0

লেজুড়বৃত্তিক রাজনীতি প্রমোট করতেই ছাত্রসংসদ নির্বাচন এতদিন বন্ধ ছিল বলে মন্তব্য করেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় তিনি ছাত্রশিবিরের প্যানেলে নারীসহ অন্যান্য ধর্মের অনুসারীদেরও প্রতিনিধিত্ব থাকবে বলে জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্ররাজনীতি নিয়ে যে ভীতি রয়েছে সেটি দূর করতে কাজ করছে শিবির বলে জানান তিনি।

এ সময় ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনগুলো কাদা ছোড়াছুড়ি ছেড়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, শিক্ষা সংস্কার কমিশন গঠন ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ প্রতিষ্ঠা, যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ গঠন, মাদ্রাসা শিক্ষা সংস্কার, নারী শিক্ষা প্রসারে উপর্যুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ ৩০ দফা শিক্ষা প্রস্তাবনা ঘোষণা করেন শিবির সভাপতি।

সেজু