সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পর্যালোচনায় বিএনপির সভা অনুষ্ঠিত

বিএনপির লোগো ও প্রেস বিজ্ঞপ্তি
রাজনীতি
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কার্যক্রম পর্যালোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৭ আগস্ট) বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও পড়ুন:

সভায় উপস্থিত ছিলেন—বিএনপির কোষাধ্যক্ষ ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, মুহম্মদ মুনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, হাসান মামুন, কাজী রফিক, বজলুর রশিদ চৌধুরী আবেদ, ওমর ফারুক সাফিন, আকরামুল হাসান মিন্টু, কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, তারিকুল আলম তেনজিং এবং জেলা সমূহের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম তদারকির জন্য গঠিত টিম প্রধান ও সদস্যরা।

সভায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কার্যক্রম গতিশীল করার জন্য গঠিত টিমসমূহকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয় বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ