বিগত ১৬ বছরের গুম খুনের জন্য দায়ী শেখ হাসিনা তার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২২ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এ মায়ের ডাক নামক সংগঠনের আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করতেই নির্বাচন চায় বিএনপি।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার গুম কমিশন নিয়ে ব্যর্থ হয়েছে। তাদের জবাব দিতে হবে জনগণের কাছে। চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে বিএনপি।’