রিজভী বলেন, ‘জুলাই সনদের সুপারিশে যদি মূলনীতি সংস্কারের প্রস্তাব আসে, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছে, তার জন্য গণভোট করতে হবে। শেখ হাসিনা যেমন গায়ের জোরে চালিয়েছে, তেমন তো এখন আমরা সেই নিয়মে চলতে পারি না।’
দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্রের ঝনঝনানি চলছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে বিপজ্জনক নির্বাচন হবে। এসব অস্ত্র উদ্ধারে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
জিনিসপত্রের দাম না বাড়লেও কর্মসংস্থান বাড়ছে না উল্লেখ করে বলেন, ‘উপদেষ্টারা হাঁসের মাংস খেতে পারবেন, জনগণ তো আর তা পারবে না।
আরও পড়ুন:
কর্মসংস্থান ঠিক না করলে খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। মানুষ বেকার থাকবে। আগামীতে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।’
দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সচিবালয়সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা সুযোগ পেলে অন্তর্বর্তী সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করবে।’