নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ক্ষুব্ধ এনসিপি নেতারা

বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির নেতারা
রাজনীতি
1

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। হামলার প্রতিবাদে বাংলামোটর মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভে এনসিপির মাজহারুল ইসলাম ফকির বলেন, ‘ইন্টেরিম সরকারকে এ হামলার বিচার করতে হবে। লতিফ সিদ্দিকীকে দিয়ে কয়েকদিন পর পর আওয়ামীলীগকে রিফাইন করার চিন্তা ভাবনা আমরা মেনে নেব না।’

দলটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, ‘এ ঘটনার মাধ্যমে জুলাইকে মুছে দেয়ার ষড়যন্ত্র ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার নীলনকশা দেখানো হয়েছে।’

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এ সরকারের ব্যাপক সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের ভিতর সরকার আছে।’

বিক্ষোভে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘এ হামলা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার চলবে। না হওয়া পর্যন্ত জুলাই চলবে।’

আরও পড়ুন:

সবশেষ খবরে জানা গেছে, নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হন।

আসু