আজ (শনিবার, ৩০ আগস্ট) বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির ১০ম জেলা সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রবীণ কমরেড হরিপদ সূত্রধর। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার।
উদ্বোধনী সমাবেশে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তি, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট গড়ে তুলতে হবে।’ শোষণ-বৈষম্য উচ্ছেদ করে দেশে একটি বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান সেন্টু, সাটুরিয়া উপজেলা কমিটির সভাপতি সেলিম মোল্লা, দৌলতপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান, শিবালয় উপজেলা কমিটির সভাপতি নূর নবী খান বাদল, সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান খান, সিংগাইর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, জেলা কৃষক সমিতির সভাপতি শংকর প্রসাদ ভৌমিক এবং জেলা খেতমজুর সমিতির সভাপতি দুলাল বিশ্বাস প্রমুখ।
সমাবেশ শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়।