তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের সরকার নির্বাচিত করবে। দু’একটি দল নির্বাচন বানচাল করতে নানা কথা বলছে। হম্বিতম্বি করে কোনো লাভ হবে না।’
দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসময় বিএনপির যুগ্ম আহবায়ক এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উত্তর জেলা আহবায়ক এনায়েত উল্লাহ কালাম প্রমু্খ বক্তব্য রাখেন।
পরে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপি উদ্যোগে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ধানের শীষ, ব্যানার-ফেস্টুন হাতে ঢাক-ঢোল আর বাদ্যের তালে তালে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করে বিএনপি নেতাকর্মীরা। পুরো শোভাযাত্রায় ছিল নির্বাচনী আমেজ।