তিনি বলেন, ‘যতবার এ দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে, মানুষের কথা বলার অধিকার হরণ হয়েছে, ততবারই বিএনপি মাঠে নেমেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গত ১৭ বছরে খুন হয়েছে গুম হয়েছে। মিথ্যা মামলায় হাজারো নেতাকর্মী জেল খাটছে।’
শামা ওবায়েদ বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট মাত্র জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসররা আমাদের চারপাশে এখনো ঘোরাফেরা করছে।’
আরও পড়ুন:
ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থেকে তাদেরকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান তালুকদার বাবুলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, উপজেলা ছাত্র দলের সভাপতি আলী আকবর শরীফসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।