জাপা কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
দেশে এখন
রাজনীতি
1

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। গতকাল (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করা হয়।

বিবৃতিতে জানানো হয়, শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ।

আরও পড়ুন:

ভয়-ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথেও সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে বিএনপি।

এর আগে গতকাল (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার পর একটি মিছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ বিক্ষুব্ধ জনতাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এসএস