তিনি বলেন, ‘জাতীয় পার্টির কার্যালয়ে যে স্যাবোটেজ হয়েছে তার সঙ্গে গণঅধিকার পরিষদ জড়িত নয়। এমনকি শাহবাগে আমরা যারা একসাথে সংহতি সমাবেশ করেছি তাদের কারো এ ঘটনার সঙ্গে নূন্যতম সম্পৃক্ততা নেই।’
এ সময় তিনি বলেন, ‘কালকে একটি সফল প্রোগ্রাম আমরা শাহবাগে শেষ করেছি। এরপর আমরা কার্যালয়ে ফিরে গিয়েছি। তখন আমরা লক্ষ্য করলাম কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে। এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব দাবি করেছেন এ ঘটনার সঙ্গে নাকি গণঅধিকার পরিষদ জড়িত। আমাদের স্পষ্ট বক্তব্য, গণঅধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে।’
আরও পড়ুন:
জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, ‘জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানানোর স্পর্ধা দেখিয়েছেন। এ দেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।’
নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘নুর কিছু মনে রাখতে পারছেন না এবং শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি আরও জানান, একটি মহল নুরকে বিদেশে পাঠানোর চেষ্টা বন্ধ করতে চাইছে। নুরের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।’